দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ‘বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল’ (বিটিসি)-এর সভাধিপতি প্রমোদ বড়োর নেতৃত্বে ‘বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন’ (বিটিআর) সরকার সমগ্র অঞ্চলে শিক্ষা, বিশেষ করে চারুকলা শিক্ষার অগ্রগতি এবং পুনর্গঠনে কাজ করছে। বক্তা বিটিসি-র তথ্য ও জনসংযোগ দফতরের দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সদস্য (ইএম) ড. নিলুত স্বর্গিয়ারি।
‘ডক্টর শোভা ব্রহ্মা মিউজিক অ্যান্ড ফাইন আর্টস কলেজ’-এর ফ্রেশার্স সোশ্যাল ডে ২০২৪ এবং কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করছিলেন ড. স্বর্গিয়ারি। তিনি আরও বলেন, এই অঞ্চলের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বর্ধিত সুযোগ এবং সহায়তা প্রদান করা আমাদের প্রতিশ্রুতি। চারুকলা শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে ড. স্বর্গিয়ারি বলেন, সংগীত এবং চারুকলায় শিক্ষা কেবলমাত্র আত্মাকে সমৃদ্ধ করে না, বরং ছাত্রদের ক্ৰিটিক্যাল লাইফ স্কিল এবং সাংস্কৃতিক সচেতনতায় সমৃদ্ধ করে। এই শৃঙ্খলাগুলি ব্যক্তিগত সমৃদ্ধি এবং সামাজিক অবদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলেন তিনি।
ড. নিলুত স্বর্গিয়ারি চারুকলা এবং সংগীত শিক্ষার সুবিধাগুলি তুলে ধরে বলেন, ‘সংগীত এবং চারুকলার সঙ্গে গভীরভাবে জড়িত হলে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের আরও সমৃদ্ধ বোঝার বিকাশে সহায়তার পাশাপাশি আবেগিক বুদ্ধিমত্তাকে উৎসাহিত করে। এই শিক্ষা সংশ্লিষ্টদের কর্মজীবনে বিভিন্ন সুযোগের জন্য প্রস্তুত করে এবং সামগ্রিক ব্যক্তিগত বিকশিত করে।’
অনুষ্ঠানে অন্য বহুজনের সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লার্লি ব্রহ্ম, ডিবিএইচএ-র সাধারণ সম্পাদক বিজিতগিরি বসুমতারি, ডিবিএইচএ-র প্রশিক্ষক ড. গমউথাও বসুমতারী সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ।