Country

2 weeks ago

Bomb threat:বোমা হামলার হুমকি, আহমেদাবাদে জরুরি অবতরণ বিমানের

Bomb threat, plane makes emergency landing in Ahmedabad
Bomb threat, plane makes emergency landing in Ahmedabad

 

আহমেদাবাদ, ৩ জুন : সোমবার সকালে দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি বেসরকারি বিমান সংস্থার উড়ান। বোমা হামলার হুমকি মিলতেই বিমানটি ঘুরিয়ে দেওয়া হয় আহমেদাবাদে। ক্রু সদস্য এবং যাত্রী মিলিয়ে বিমানে মোট ১৮৬ জন ছিলেন। এদিন সকালে গুজরাটের বিমানবন্দরে নিরাপদে বিমানটি অবতরণ করে। যাত্রীদের প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে।

বিমান সংস্থার তরফে অন্য একটি উড়ানের ব্যবস্থা করে পূর্ব নির্ধারিত গন্তব্যে পাঠানো হয় যাত্রীদের। বিমান সংস্থার এক মুখপাত্র বলেন, সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে বিমানটি অবতরণ করানো হয়। গুজরাটের বিমানবন্দরে অবতরণের পর ডগ স্কোয়াড এবং বোম্ব স্কোয়াড এনে সমস্ত যাত্রীদের জিনিসপত্র তল্লাশি করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।


You might also like!