দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আলোচনা, প্রতিশ্রুতি, সব শেষ। এবার ভোট দেওয়ার পালা। শুক্রবার এক দফাতেই ভোট হতে চলেছে পাঁচ রাজ্যের অন্যতম বড় রাজ্য মধ্যপ্রদেশে। সকাল সাতটা থেকে ভোট নেওয়া হবে রাজ্যের ২৩০টি বিধানসভা কেন্দ্রে। তার জন্য তৈরি নিরাপত্তরক্ষীরা। দ্বিতীয় দফায় ভোট হবে ছত্তীশগড়ের বাকি ৭০টি আসনে।
পাঁচ বছর আগে এই রাজ্যে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কমলনাথ। কিন্তু অপারেশন পদ্মতে গদি হারাতে হয় কংগ্রেসকে। ভোপালের মসনদে ফিরেছিলেন শিবরাজ সিং চৌহান। পারবেন কী তিনি এবার গদি বাঁচাতে ?
লোকসভা ভোটের আগে এবার মধ্যপ্রদেশকে পাখির চোখ করেছে বিজেপি। কারণ, আগামী বছর লোকসভার আগে এই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। তাই মহিলা উন্নয়ন থেকে ফ্রি রেশন, প্রতিটি প্রতিশ্রুতি এই রাজ্যে এসে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১৮ সালে রাজ্যে ১১৪ আসন নিয়ে প্রথমে সরকার তৈরি করেছিল কংগ্রেস। এবার বেশ কিছু জনমত সমীক্ষায় দাবি, রাজ্যে সরকার তৈরিতে ফ্যাক্টর হতে পারে ছোট রাজনৈতিক দলগুলি। কারণ, আসন বাড়লেও সরকার গঠনের জন্য ছোট দলের দিকেই তাকিয়ে থাকতে হবে পারেন কংগ্রেস ও বিজেপিকে।