Country

1 week ago

Narendra Modi: অধিবেশন শুরুর আগে ফের বিরোধীদেরকে খোঁচা মোদীর!

Narendra Modi (File Picture)
Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে প্রথা মেনে বার্তা দিলেন। নতুন সরকার গঠনের পর প্রথম লোকসভা অধিবেশনে তিনি নয়া উদ্যম, নতুন উৎসাহ এবং সংকল্প নিয়ে পথ চলার কথা বললেন। তবে এ ক্ষেত্রেও খোঁচা দিতে ছাড়লেন না বিরোধীদের। সংসদে নাটক, স্লোগান নয় বরং মানুষ দায়িত্ববান এবং বিচক্ষণ বিরোধী চায় বলে উল্লেখ করলেন মোদী।

নরেন্দ্র মোদী সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্য, বিকশিত ভারত ২০৪৭-এর স্বপ্ন নিয়ে আজ অষ্টাদশ লোকসভা শুরু হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের নির্বাচন গৌরবের সঙ্গে সম্পন্ন হয়েছে। ১৪০ কোটি দেশবাসীর কাছে এটা গৌরবের মুহূর্ত। স্বাধীনতার পর দ্বিতীয়বার কোনও সরকারকে টানা তিনবার সেবার জন্য সুযোগ দিয়েছে জনতা। ৬০ বছর পর এই সুযোগ এসেছে। দেশের মানুষ যখন তৃতীয়বারের জন্য একটি সরকারকে বেছে নিয়েছে অর্থাৎ তার নীতিগুলিতে সিলমোহর পড়েছে। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ। সরকার চালানোর জন্য সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন কিন্তু, দেশ চালানোর জন্য সহযোগিতার প্রয়োজন, সমর্থনের প্রয়োজন। ১৪০ কোটি দেশবাসীর আশা আকাঙ্খা পরিপূর্ণ করব। সবাইকে সঙ্গে নিয়ে সংবিধানের মর্যাদারক্ষা করে সংসদ চালাব।'

বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, 'সকল সাংসদের থেকে দেশের অনেক আশা রয়েছে। সকলের কাছে আবেদন করব, জনহিতের জন্য কাজ করুন। বিরোধীদের থেকে বিচক্ষণতার আশা করছি। এতদিন হতাশ করেছেন তারা, আশা করব এবার দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন। বিরোধীরা সুযোগ্য নাগরিকের মতো গণতন্ত্রণের গৌরব বজায় রাখবেন। কারণ মানুষ ড্রামা চায় না।স্লোগানিং চায় না। দায়িত্ববোধের আশা রাখে মানুষ। আশা করব এবারের জনপ্রতিনিধিরা সেটি বজায় রাখবেন।'


You might also like!