নিউইয়র্ক, ২ জুলাই : স্বাগতিক যুক্তরাষ্ট্র গ্রুপ পর্ব থেকে বিদায় নিল। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের কাছে হেরে গেল গ্রেগ বারহাল্টারের দল যুক্তরাষ্ট্র। ক্যানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে ১-০ গোলে হেরে গেছে যুক্তরাষ্ট্র।
প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ম্যাথিয়াস অলিভেরা উরুগুয়ের হয়ে গোল দেন। এই গোলে হেরে স্বাগতিক যুক্তরাষ্ট্র গ্রুপ পর্ব থেকে বিদায় নিল।
যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপের সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে গেল উরুগুয়ে। বুধবার ব্রাজিল রানার্স আপ হয়ে শেষ আটে উঠলে উরুগুয়ের মুখোমুখি হবে। আর বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ 'সি' থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল উঠল পানামা। প্রথম ম্যাচে পানামা হেরে ছিল উরুগুয়ের কাছে। এরপর তারা টানা দুই ম্যাচ জিতে গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে গেল ।