Country

3 days ago

Pune municipality demolished illegal construction of night club:নাইট ক্লাবের অবৈধ নির্মাণ ভাঙল পুণে পুরসভা

Pune municipality demolished illegal construction of night club
Pune municipality demolished illegal construction of night club

 

পুণে, ২৬ জুন  : পুণেতে রেস্তোরাঁ, বার ও নাইট ক্লাবগুলির ওপর কড়া নজরদারি চালাচ্ছে পুরসভা। কোনও অবৈধ ঘটনা ঘটলেই পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। এবার একটি নাইট ক্লাবের অবৈধ নির্মাণ ভেঙে দিলো পুণে পুরসভা।

জানা গেছে, বুধবার পুনের বানের এলাকায় একটি নাইট ক্লাবের অবৈধ নির্মাণ ভাঙা হয় জেসিবির মাধ্যমে। এও জানা যাচ্ছে, এই নাইট ক্লাব কর্তৃপক্ষকে অবৈধ নির্মাণ না করার জন্য আগে থেকেই সাবধান করছিল পুরসভা। কিন্তু কোনও নিষেধাজ্ঞাতে কর্ণপাত না করেই কাজ চালিয়ে যাচ্ছিল কর্তৃপক্ষ। শেষে বুধবার পুরসভার আধিকারিকদের নজরদারিতে ভাঙা হয় সেই নাইট ক্লাবের অবৈধ নির্মাণ। যদিও এই নিয়ে এখনও নাইট ক্লাব কর্তৃপক্ষর তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।


You might also like!