Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

West Bengal

1 year ago

Bankura : বাঁকুড়ায় দামোদর তীরবর্তী এলাকায় উদ্ধার অজানা ধাতব বস্তু, হইচই বাঁকুড়ার গ্রামে

Metal objects were recovered from the gold-bearing area
Metal objects were recovered from the gold-bearing area

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দামোদরে নদে (Damodar river) জল শুকিয়ে বা কমে গেলে অনেক ধরনের পুরনো দিনের জিনিসপত্রের সন্ধান মেলে। কখন তা প্রাচীনকালের কোনও মূর্তি হয় বা কখনও অতীতে ব্যবহৃত দৈনন্দিন সরঞ্জামের কিছু কিছু নমুনা পাওয়া যায়।

দামোদরের চরে ধাতব বস্তু দেখে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে ধারণা বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল। দুর্ঘটনার আশঙ্কায় শেলের চারিদিক ঘিরে সেনা বাহিনীকে খবর দিল স্থানীয় সোনামুখী থানার পুলিশ।

বছর কয়েক আগে দামোদরের চরে সিলিন্ডার আকৃতির একটি ধাতব বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায়। সেই সময় সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই ধাতব বস্তুটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল হিসাবে চিহ্নিত করে। পরবর্তীকালে সেই বস্তুটিকে নিস্ক্রিয় করা হয়।

এবার সেই একই ধরনের ধাতব বস্তু মিলল সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন দামোদরের চরে। জানা গিয়েছে, এদিন স্থানীয় মানুষেরা নদীর চরে ওই ধাতব বস্তুটিকে দেখতে পান। ধাতব বস্তু উদ্ধারের ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তে অসংখ্য কৌতুহলী মানুষ ভিড় জমাতে শুরু করেন। পরবর্তীতে স্থানীয় সূত্রে খবর পেয়ে সোনামুখী থানার পুলিধ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি বস্তুটিকে ঘিরে খবর দেওয়া হয় সেনাবাহিনীকে।

তবে, সেই বস্তুটি আসলে কী সে ব্যাপারে সেনা বা পুলিশের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে, গোটা ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বস্তুটিকে দেখার জন্য আশেপাশের এলাকার লোকজন ছুতে আসে। যদিও, স্থানীয় বাসিন্দাদের ওই বস্তুটির আশেপাশে যেতে দেওয়া হয়নি পুলিশের তরফে।

You might also like!