Country

1 year ago

Arvind kejriwal : ৫ বছরের মধ্যে দিল্লিকে স্বচ্ছ করতে হবে, দুর্নীতিগ্রস্তদের ভোট দেবেন না : অরবিন্দ কেজরিওয়াল

Arvind kejriwal
Arvind kejriwal

 

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : দুর্নীতিগ্রস্তদের ভোট দেবেন না। দিল্লিবাসীর কাছে এই অনুরোধ রাখলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, ৫ বছরের মধ্যে দিল্লিকে স্বচ্ছ করতে হবে, তাই দুর্নীতিগ্রস্তদের ভোট দেবেন না। দিল্লি পুর নিগম ভোটে লড়াই মূলত বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে। রবিবার সকালে সপরিবারের ভোট দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এদিন সিভিল লাইন্সের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন কেজরিওয়াল।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, "আমি জনগণকে বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় আবর্জনা। দিল্লিকে পরিষ্কার করার সুযোগ এসেছে। যে দল উন্নয়নের কাজ করবে এবং সৎ তাঁদের ভোট দিন। যারা দুর্নীতিগ্রস্ত তাঁদের ভোট দেবেন না। আগামী ৫ বছরে দিল্লিকে পরিষ্কার করতে হবে।" কেজরিওয়াল আরও বলেছেন, "এমন একটি দলকে ভোট দিন যেটি সৎ, মানুষের জন্য কাজ করে, যারা বাধা সৃষ্টি করে তাঁদের জন্য নয়।" এর আগে এদিন সকালে টুইট করে কেজরিওয়াল আহ্বান জানিয়েছিলেন, "দিল্লিকে পরিচ্ছন্ন ও সুন্দর শহর করতে ভোট দিন।"


You might also like!