Country

1 month ago

Amit shah : দেশবাসীকে আষাঢ়ী একাদশীর শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

amit shah  (symbolic picture)
amit shah (symbolic picture)

 

নয়াদিল্লি, ১৭ জুলাই ঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার দেশবাসীকে আষাঢ়ী একাদশীর শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, সবাইকে আষাঢ়ী একাদশীর শুভেচ্ছা! ঈশ্বর আমাদের সকলকে সুখ, সমৃদ্ধি দিন এবং অগ্রগতির পথে আশীর্বাদ করুন। উল্লেখ্য, হিন্দু ধর্মে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীকে আষাঢ়ী একাদশী বলা হয়। এই একাদশী তিথি আবার দেবশয়নী একাদশী, হরিশয়নী একাদশী, পদ্মনাভা একাদশী নামেও পরিচিত। হিন্দু ধর্মে আষাঢ়ী একাদশী চতুর্মাস সময়কালের সূচনা করে। এর পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাস সমাপ্ত হয়। উল্লিখিত যে, আষাঢ়ী একাদশী থেকে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান।

You might also like!