Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

International

10 months ago

Kim:নিজেদের তৈরি ড্রোন পরীক্ষা পর্যবেক্ষণ করলেন কিম

Kim observed self-made drone test
Kim observed self-made drone test

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজ দেশে তৈরি ড্রোনের কর্মক্ষমতা (পারফরম্যান্স) পর্যবেক্ষণ করেছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ আজ সোমবার এ তথ্য জানিয়েছে।

কেসিএনএ জানায়, গত শনিবার কিম উত্তর কোরিয়ার অ্যাকাডেমি অব ডিফেন্স সায়েন্সেসের ড্রোন ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন ড্রোনের পরীক্ষা-নিরীক্ষা পর্যবেক্ষণ করেন। এসব পরীক্ষায় ড্রোনগুলো পূর্বনির্ধারিত বিভিন্ন রুটে উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুকে ঠিকঠাকভাবে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়।পর্যবেক্ষণ অনুষ্ঠানে আরও বেশি আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন কিম। যেমন- পানির নিচে আত্মঘাতী হামলার, কৌশলগত নিরীক্ষণ ও বহুমুখী আক্রমণ করতে পারে এমন ড্রোনের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি। এসব ড্রোন কৌশলগত পদাতিক বাহিনী ও  বিশেষ অভিযান ইউনিটে ব্যবহার করা হবে।

ড্রোনগুলো যুদ্ধে ব্যবহার-সংশ্লিষ্ট আরও বেশি পরীক্ষা-নিরীক্ষা ও যত তাড়াতাড়ি সম্ভব এসব ড্রোন দিয়ে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে প্রস্তুত করারও নির্দেশ দেন কিম।গত কয়েক বছরে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের অগ্রগতি করেছে উত্তর কোরিয়া। এরপর দক্ষিণ কোরিয়ায় আঘাত করার লক্ষ্যে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ও ভারী কামানের সংখ্যাও বাড়িয়েছে দেশটি। এসব কিছুর মধ্য দিয়ে নিজেদের কৌশলগত যুদ্ধের সক্ষমতা বাড়িয়েছে কিমের দেশ।ড্রোন ইনস্টিটিউট পরিদর্শনের পাশাপাশি গত শনি ও রোববার উত্তর কোরিয়ার বিভিন্ন শিল্প কারখানার নির্মাণস্থলও পরিদর্শন করেছেন কিম জং উন। 

You might also like!