Country

1 year ago

Ambulances: প্রস্তুত অ্যাম্বুলেন্স, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের নিরাপদে নিয়ে যেতে মেরামত করা হচ্ছে রাস্তা

Ambulances are ready, roads are being repaired to take the trapped workers to safety
Ambulances are ready, roads are being repaired to take the trapped workers to safety

 

উত্তরকাশি, ২৮ নভেম্বর: উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে শ্রমিকদের হাসপাতালে যেতে যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য রাস্তা সারানোর কাজও করা হচ্ছে।

সিল্কিয়ারা টানেলের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে খননকার্য সম্পন্ন করতে মাত্র পাঁচ মিটার বাকি রয়েছে। সেইজন্য এদিন মঙ্গলবার আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের পরে অবিলম্বে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। শ্রমিকদের জন্য সিল্কিয়ারা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে চিনিয়ালিসাউরের কমিউনিটি হেলথ সেন্টারে ৪১টি অক্সিজেন-সমন্বিত শয্যা ও পৃথক ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। টানেলের বাইরের রাস্তা নিয়মিত ভারী যানবাহন চলাচলের কারণে অমসৃণ হয়ে পড়েছিল তা মেরামত করা হচ্ছে। সেই রাস্তায় যাতে অ্যাম্বুলেন্সগুলিকে নির্বিঘ্নে নিয়ে যাওয়া যায় সেজন্য একটি নতুন মাটির স্তরও দেওয়া হচ্ছে।

You might also like!