Country

5 days ago

Kamakhya Temple: শনিবার থেকে শক্তিপীঠ কামাখ্যাধামে শুরু অম্বুবাচি মেলা, বন্ধ মন্দিরের মূল ফটক, খুলবে ২৬ জুন

Ambubachi Mela begins at Shaktipeeth Kamakhyadham from Saturday
Ambubachi Mela begins at Shaktipeeth Kamakhyadham from Saturday

 

গুয়াহাটি, ২২ জুন: অসমের রাজধানী গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা ধামে শুরু হয়ে গেছে অম্বুবাচি মেলা। অম্বুবাচি উপলক্ষ্যে কামাখ্যা ধামে ইতিমধ্যেই ভক্তদের আগমন ঘটেছে। গিজ-গিজ করছে সাধু-সন্ন্যাসীদের ভিড়। এই উৎসব উপলক্ষ্যে দেশ-বিদেশের অসংখ্যা ভক্ত-পর্যটকও কামাখ্যা দর্শন করতে এসে গেছেন।

আজ ২২ জুন সকালে দেবী কামাখ্যা রজঃস্বলা হয়েছেন। নিবৃত্তি হবে ২৫ জুন রাতে। কামাখ্যা ধামের প্রধান দলৈ জানান, মৃগশিরা নক্ষত্রের শেষ পাদ এবং আর্দ্রা নক্ষত্রের শুরুতে আজ (২২ জুন, ৭ আষাঢ়) শনিবার সকাল ৮-টা ৩৫ মিনিট ১৪ সেকেন্ডে অম্বুবাচির প্ৰবৃত্তি হওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ২৫ জুন পৰ্যন্ত চারদিন মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এ সময় পূজা-পার্বণ সমস্ত কিছু বন্ধ থাকে।

তিনি জানান, ফের ২৫ জুন (১০ আষাঢ়) মঙ্গলবার রাত ৮-টা ৫৯ মিনিট ২৩ সেকেন্ডে অম্বুবাচির নিবৃত্তি হবে। পরের দিন ভোরের দিকে নিত্যপূজা শেষ করে মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।

এদিকে অম্বুবাচির সময় দেবী কামাখ্যা মন্দিরে এসে জপতপ করে সাধনা সিদ্ধির জন্য দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, সন্ন্যাসী, সাধুসন্ত, নাগাসাধু, মহাপুরুষরা এসে ভিড় জমিয়েছেন। তাঁরা দেবীর প্রবৃত্তির আগে গতকাল রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মন্দিরে প্রবেশ করে পূজা-অর্চনা করেছেন।

আজ থেকে ২৫ তারিখ পর্যন্ত দেশ-বিদেশ থেকে আগত সাধুসন্তরা বিধি অনুযায়ী সাধনায় মগ্ন থাকবেন। সময় সময় তাঁরা মন্দির প্রদক্ষিণও করবেন।


You might also like!