নয়াদিল্লি, ৮ জুলাই : বিজেপির বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। সোমবার এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, দিল্লির সরকারি স্কুলের বিস্ময়কর রূপান্তর বিজেপির হজম হয়নি। অতিশী বলেছেন, "দিল্লিতে আমাদের সরকার গত ১০ বছরে সরকারি স্কুলগুলিকে বদলে দিয়েছে। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ফলাফল রেকর্ড সৃষ্টি করেছে। বিজেপি এই পরিবর্তন হজম করতে পারেনি এবং তাই এই শিক্ষা বিপ্লবকে নষ্ট করার জন্য শিক্ষকদের বদলির ষড়যন্ত্র করা হয়েছিল।"
উল্লেখ্য, দিল্লির সরকারি স্কুলের ৫ হাজার শিক্ষকের বাধ্যতামূলক বদলির নির্দেশ রদ হয়ে যাওয়ায় খুশি প্রকাশ করেছেন অতিশী। মন্ত্রী অতিশী আরও বলেছেন, দিল্লি সরকার, শিক্ষক ও অভিভাবকদের সংগ্রাম জয়ী হয়েছে। গভীর রাতে শিক্ষকদের বদলির উদ্দেশ্য ছিল, দিল্লির শিক্ষা বিপ্লব নষ্ট করা। কারণ উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে স্কুলগুলির অবস্থা খারাপ, এমনকি গরিবরাও তাঁদের সন্তানদের সেখানে পড়তে পাঠাতে চায় না। দিল্লির শিক্ষা বিপ্লবের কারণে, সরকারি স্কুলগুলি বেসরকারি স্কুলগুলিকে পিছনে ফেলেছে, এখন সরকারি স্কুলের শিক্ষার্থীরা নিট এবং জেইই ক্লিয়ার করছে।