Country

4 months ago

Haryana Assembly elections:হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ করল আম আদমি পার্টি

Haryana Assembly elections
Haryana Assembly elections

 

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : মঙ্গলবার আম আদমি পার্টি (এএপি) হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ করেছে। এতে ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। এএপি হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য ৯০টি আসনের মধ্যে ২৯টির জন্য প্রার্থী ঘোষণা করেছে।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এএপি-র দ্বিতীয় তালিকা প্রকাশের অর্থ হল হরিয়ানায় এএপি এবং কংগ্রেসের মধ্যে জোট হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে উভয় দলই এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জানা গেছে, সাধৌরা থেকে রীতা বামনিয়া, থানেসার থেকে কৃষ্ণ বাজাজ, ইন্দ্রি থেকে হাওয়া সিং, রাতিয়া থেকে মুখতিয়ার সিং বাজিগর, আদমপুর থেকে ভূপেন্দ্র বেনিওয়াল, বারওয়ালা থেকে ছাতর পাল সিং, বাওয়াল থেকে জওহর লাল, ফরিদাবাদ থেকে প্রবেশ মেহতা এবং টিগাঁও থেকে আবশ চান্দেলা প্রার্থী হয়েছেন এএপি-র। .

You might also like!