Country

4 months ago

Old Arms: অন্ধ্রপ্রদেশে হদিশ মিলল ১ লক্ষ ৩৯ হাজার বছরের পুরনো অস্ত্র ভাণ্ডারের! কারা তৈরি করেছে এই অস্ত্র?

Old Arms Cache Discovered (Symbolic Picture)
Old Arms Cache Discovered (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মানুষ অস্ত্রের ব্যবহার জানতো আদিম যুগ থেকে। শত্রুকে প্রতিহত করতে মানুষ বহু যুগ আগেই ধারালো অস্ত্র তৈরি করা শিখেছিল। সম্প্রতি অন্ধ্রপ্রদেশে আবিস্কৃত হয়েছে এমন কিছু পাথর যার প্রাচীনত্ব প্রায় কল্পনার অতীত। ওই পাথরগুলো ১ লক্ষ ৩৯ হাজার বছরের পুরনো অস্ত্রশস্ত্র বলেই মনে করা হচ্ছে।

এখন পর্যন্ত পাওয়া যে সমস্ত প্রমাণ পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে বিজ্ঞানীরা দাবি করেন, ৬০-৭০ হাজার বছর আগে আফ্রিকা থেকে হোমো সেপিয়েন্সরা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ভারতেও এসেছিল সেই সময়ই। তাহলে, ১ লক্ষ ৩৯ হাজার বছর আগে কারা এই অস্ত্রশস্ত্র তৈরি করেছিল? কারা ব্যবহার করত সেই সব? এইসব প্রশ্ন সামনে আসতেই ঘুরে যাচ্ছে ভূ-বিজ্ঞানীদের মাথা।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওই সমস্ত অস্ত্র যথেষ্ট বিজ্ঞানসম্মতভাবে তৈরী করা হয়েছে। হাতিয়ারগুলির কাল বা সময় বিজ্ঞানীদের বিস্মিত করলেও, একটি বিষয়ে তাঁরা নিশ্চিত, পাথরের তৈরি এই জটিল অস্ত্রসস্ত্রগুলি আধুনিক মানুষ, অর্থাৎ হোমো সেপিয়েন্সরা তৈরি করেনি। তারও আগে তৈরী হয়েছে।

ভারতীয় ও জার্মান বিজ্ঞানীদের একটি দল, ‘পিএলওএস ওয়ান জার্নালে এই গবেষণার ফল প্রকাশ করেছে। এতদিন অনুমান করা হত, শুধুমাত্র হোমো সেপিয়েন্সরাই এই ধরনের হাতিয়ার তৈরি করতে পারে। কিন্তু প্রকাশম জেলার রেতলাপাল্লে নামের এক গ্রামের কাছে খনন চালিয়ে “মধ্য-প্যালিওলিথিক যুগে তৈরি পাথরের হাতিয়ার পাওয়া গিয়েছে। এর ফলে, এখন বিজ্ঞানীরা মনে করছেন, হাতিয়ার তৈরির শিল্প সম্ভবত কিছু প্রাচীন বিলুপ্ত মানব-সম প্রজাতিও জানা ছিল। 

You might also like!