International

1 week ago

Over 80 dead in Congo: কঙ্গো‌য় নৌকাডুবি, মৃত অন্তত ৮০

At least 80 dead after boat capsizes in Congo
At least 80 dead after boat capsizes in Congo

 

কঙ্গো‌, ১৪ জুন: পশ্চিম কঙ্গোর নদীতে নৌকাডুবি। মৃত অন্তত ৮০। কঙ্গোর মাই–এনডোম্ব প্রদেশের মুশি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের কোয়া নদীতে একটি নৌকা ডুবে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি কঙ্গো–ব্রাজাভিলের সীমান্তের কাছে কোয়া নদীতে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার মাই-এনডোম্ব প্রদেশের গভর্নর রিটা বোলা জানান, রাতে নৌকা চলাচলের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। বহন ক্ষমতার চেয়ে বেশি মানুষ ওঠাতেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে প্রশাসন।


You might also like!