International

5 months ago

Julian assange freed: জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত ব্রিটেনের জেল থেকে

Julian Assange freed from British prison
Julian Assange freed from British prison

 

লন্ডন, ২৫ জুন: অবশেষে মুক্তি পেলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তবে নিঃশর্ত মুক্তি নয়। আমেরিকার আদালতে আত্মসমর্পণ করে, গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের অপরাধ স্বীকার করার শর্তেই ব্রিটেনের জেল থেকে মিলেছে মুক্তি।

ব্রিটিশ সময় অনুযায়ী, মঙ্গলবার সকালে উইকিলিকস জানিয়েছে, জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত এবং তিনি দেশ ছেড়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে আমেরিকায় তাঁর পৌঁছনোর কথা। এ সপ্তাহেই মার্কিন আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তাঁর। ওয়াকিবহাল মহল বলছে, মার্কিন আদালতে তিনি দোষীই সাব্যস্ত হবেন। তবে তাঁর সাজা কমে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। ব্রিটেনের কারাগারে ইতিমধ্যেই সেই ৫ বছর কাটিয়ে এসেছেন তিনি। তাই এবার তিনি তাঁর জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার অনুমতি পেতেও পারেন।

You might also like!