আলিপুরদুয়ার, ২৬ আগস্ট : বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট-সহ এক যুবককে আটক করেছে জেলা পুলিশ। ধৃত যুবকের নাম রোহিত মির্ধা। তিনি মেছপাড়া এলাকার বাসিন্দা। সোমবার অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে পেশ করবে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে জেলার মেন্দাবাদি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক অবস্থায় ধরা পড়ে ওই যুবক। ওই যুবককে তল্লাশি করে তার কাছ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। এর পরে পুলিশ এনডিপিএস আইনে মামলা দায়ের করে এবং যুবককে গ্রেফতার করে। এদিন অভিযুক্ত যুবককে আলিপুরদুয়ার আদালতে পেশ করবে পুলিশ।