দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : নতুন আঙ্গিকে হাজির হতে চলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। আগের ‘পাল্প’ ঘরানার ছবির পর এ বার একেবারে ভিন্ন স্বাদের ‘স্ল্যাশার’ ঘরানার ছবি আনতে চলেছেন তিনি। তাঁর পরবর্তী ছবি ‘ভুগুন’|
এই ছবির মাধ্যমেই বাংলা ছবিতে পা রাখছেন বলিউডের পরিচিত মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাঁকে দর্শক ‘হাথোড়া ত্যাগী’ নামেই বেশি চেনেন। ২৯টি হিন্দি ছবির অভিজ্ঞতা নিয়ে এবার তিনি অভিনয় করতে চলেছেন টলিউডে।
৩০ জুলাই থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। সূত্রের খবর, ছবিতে অভিষেকের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরীও। দেবালয়ের এই নতুন ছবিতে রক্তরঙা উত্তেজনা আর সাসপেন্সে মোড়া গল্প দর্শকদের জন্য আনবে এক নতুন অভিজ্ঞতা।
তিনি বাংলা ছবিতে এত কম কেন! অনুরাগীদের এই আফসোস বুঝি মিটতে চলেছে। দেবালয়ের ছবি ছাড়াও টোটাকে দেখা যাবে জিৎ অভিনীত ‘অনন্ত সিংহ’-এর জীবনীছবিতেও। এ ছাড়াও থাকবেন, পার্নো মিত্র, সুব্রত দত্ত, লোকনাথ দে, ঋদ্ধি সেন প্রমুখ। অভিষেকের বিপরীতে নবাগতা আরিয়া রায়। বলিউডের এক প্রথম সারির প্রযোজক এসভিএফের সঙ্গে ছবিটির সহ-প্রযোজনা করবেন।
দেবালয়ের ‘স্ল্যাশার’ ছবির বৈশিষ্ট্য কী? এই বিশেষ ঘরানায় ছবির শেষে এক বা একাধিক ব্যক্তি একের পর এক খুন করতে থাকে। সাম্প্রতিকতম উদাহরণ ‘অ্যানিম্যাল’। দেবালয়ের ছবির কাহিনিও নাকি এই ধারার। শোনা যাচ্ছে, শুটিংয়ের জায়গা খুঁজতে ইতিমধ্যেই ধান্যকুড়িয়া, বানতলা-সহ শহরের বিভিন্ন জায়গা চষে ফেলেছেন পরিচালক। ছবির জন্য সেট তৈরি হচ্ছে বিভিন্ন স্টুডিয়ো এবং নির্দিষ্ট অঞ্চলে।