Country

14 hours ago

Kerala rain alert:কেরলে ভারী বৃষ্টির সতর্কতা, উপকূলে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা

Kerala rain alert
Kerala rain alert

 

তিরুবনন্তপুরম, ৩ আগস্ট : কেরলজুড়ে বৃষ্টিপাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কেরলের ৬টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার কেরল উপকূলে এবং মঙ্গলবার পর্যন্ত লাক্ষাদ্বীপে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ৪ আগস্ট ইদুক্কি, এর্নাকুলাম, ত্রিশুর জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৫ আগস্ট তিরুবনন্তপুরম, কোল্লাম, পাঠানামথিত্তা, আলাপুঝা, কোট্টায়াম, ইদুক্কি, এর্নাকুলাম, ত্রিশুর, পালাক্কাদ ও মালাপ্পুরমে ভারী বৃষ্টি হতে পারে। ৬ আগস্টও ইদুক্কি, এর্নাকুলাম, ত্রিশুর, পালাক্কাদ, মালাপ্পুরম, কোঝিকোডড়ে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।

You might also like!