West Bengal

4 months ago

Weather forecast : বৃষ্টি এখনই থামবে না দক্ষিণ ও উত্তরবঙ্গে, তাপমাত্রাও নিম্নমুখী তিলোত্তমায়

heavy rainfall in Bengal (symbolic picture)
heavy rainfall in Bengal (symbolic picture)

 

কলকাতা, ২১ আগস্ট : দক্ষিণ ও উত্তর; উভয় বঙ্গেই আপাতত স্বস্তির বৃষ্টিপাত চলবে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ এখনই বৃষ্টিপাত থামছে না সমগ্র পশ্চিমবঙ্গে। বৃষ্টির সৌজন্যে আবহাওয়া রয়েছে একেবারেই মনোরম। তিলোত্তমায় তাপমাত্রাও রয়েছে নিম্নমুখী। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে মাত্র ০.৯ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৩ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টিপাত চলবে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়। ২২ ও ২৩ আগস্ট ভারী বৃষ্টি প্রত্যাশিত হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৩ আগস্ট পর্যন্ত বৃষ্টি হবে প্রায় সমস্ত জেলাতেই। আগামী ২৪ ঘণ্টায় মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। এরপর ২২ আগস্ট দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে।

You might also like!