লখনউ, ২৮ জুলাই : ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ১৬ ঘণ্টার বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে লোকসভায়। সোমবার বাদল অধিবেশনে এই বিশেষ আলোচনা হওয়ার কথা। আলোচনা হবে রাজ্যসভাতেও। তার আগে সরকার ও বিরোধী দলের কাছে বিশেষ অনুরোধ জানালেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ মায়াবতী লিখেছেন, "সোমবার সংসদে 'অপারেশন সিঁদুর' নিয়ে যে আলোচনা শুরু হতে চলেছে, তা শাসক দল এবং বিরোধী দলকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গ্রহণ করা উচিত। সরকার এবং বিরোধী দলকে একসঙ্গে একটি সুনির্দিষ্ট কৌশল নিয়ে কাজ করা উচিত, যাতে ভবিষ্যতে মহিলাদের সিঁদুর না মুছে যায় এবং মায়েদের তাঁদের পুত্রদের হারাতে না হয়। এটাই সময়ের দাবি।"
’ऑपरेशन सिंदूर’ पर संसद में आज से शुरू होने वाली चर्चा को, सत्ता व विपक्ष को दलगत राजनीति से ऊपर उठकर लेना चाहिये। आगे महिलाओं का सिंदूर ना उजड़े तथा माँ को भी अपने बेटे गंवाने ना पड़े इस पर सरकार एवं विपक्ष को मिलकर ठोस रणनीति के तहत कार्य करना चाहिये, यही समय की माँग भी है।
— Mayawati (@Mayawati) July 28, 2025