International

18 hours ago

US India trade 2025:ট্রাম্পের চূড়ান্ত শুল্কহারের ওপরেই নির্ভর করবে ভারত-মার্কিন আমদানি-রফতানি

US India trade 2025
US India trade 2025

 

নয়াদিল্লি, ১ আগস্ট : ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে বহু দেশের সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে। এই মুহূর্তে শুল্কহার নিয়ে নানা দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলী ভাবনার লড়াই চলছে। এই শুল্কহারের ওপরেই নির্ভর করবে ভারত-মার্কিন আমদানি-রফতানির হিসেব।

শুক্রবার ভারতের কেন্দ্রীয় বানিজ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ভারত যে তিনটি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি রফতানি করে, সেগুলো হলো যন্ত্রপাতি, বস্ত্র ও কার্পেট, রত্ন ও অলঙ্কার। ২৪-’২৫ অর্থবর্ষে এই তিন ক্ষেত্রের হিসেব হলো যথাক্রমে ১১, ১০.৭ এবং ১০ মার্কিন বিলিয়ন ডলার। ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এর পরের দুটি বেশি রফতানির ক্ষেত্র ফার্মাসিউটিক্যাল এবং তৈলজাতীয় পদার্থ। পরিমাণগুলো হলো ৯.৮ এবং ৪.২ মার্কিন বিলিয়ন ডলার।

অন্যদিকে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই সময়কালে বেশি আমদানি করেছে খনিজ তেল, যন্ত্রপাতি এবং মুক্তো ও রত্ন— পরিমাণগুলো যথাক্রমে ১৪.৩, ৭.৮ এবং ৫.৩ মার্কিন বিলিয়ন ডলার। এর পরেই চিকিৎসার যন্ত্রপাতি, বিমানবহর— যথাক্রমে ২ এবং ১.৬ মার্কিন বিলিয়ন ডলার।

তবে, শুল্ক নিয়ে দর কষাকষির পর দু’দেশের পারস্পরিক আমদানি-রফতানির হিসেবের একটা বড় বদল হবে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

You might also like!