West Bengal

11 hours ago

Song on Jagannath temple by TMC IT cell : তৃণমূলের আইটি সেলও একটি গান বাধল জগন্নাথ মন্দির নিয়ে

Song on Jagannath temple by TMC IT cell
Song on Jagannath temple by TMC IT cell

 

কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জগন্নাথ মন্দির নিয়ে তৃণমূলের আইটি সেলও একটি গান তৈরি করেছে। আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্যর ভাবনায় সেই গানের কথা লিখেছেন অভিযান ভট্টাচার্য।

‘জগন্নাথের নাম নিয়ে চল দিঘা ধাম’ গানটি গেয়েছেন শিল্পী সৌম্যজিৎ পাল। গানটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে দলের আইটি সেল।দিঘার জগন্নাথ মন্দিরে সমস্ত আচার পালিত হচ্ছে পুরীর মন্দিরের অন্যতম পুরোহিত রাজেশ দৈতাপতির তত্বাবধানে। গত বুধবার থেকে দিঘায় শুরু হয়েছে ধর্মীয় কর্মকাণ্ড। ওইদিন বাস্তুপুজো দিয়ে শুরু হয় আচার পালন। বৃহস্পতিবার থেকে যজ্ঞ চলছে। ওইদিন কলস পুজোও হয়েছে। তাতে শামিল হন এলাকার বহু মহিলা। শুক্রবার হয় সিংহাসন পুজো। এরপর কয়েকদিন চলবে নানা আচার অনুষ্ঠান।

You might also like!