West Bengal

2 months ago

Traffic is stopped at Gaurang Bridge in Nabadwip: নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে যান চলাচল বন্ধ, চলছে শুধুই ছোট গাড়ি

Traffic is stopped at Gaurang Bridge in Nabadwip
Traffic is stopped at Gaurang Bridge in Nabadwip

 

নবদ্বীপ, ৩ অক্টোবর : নদীয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, তবে শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভাগীরথীর উপরে এই সেতুর মাঝামাঝি অংশের নীচে বেয়ারিং ভেঙে দু’টি স্ল্যাবের সংযোগস্থলে ফিঙ্গার এক্সপ্যানশন জয়েন্টের প্লেট সরে গিয়েছে।

এই ঘটনার জেরে নদীয়া এবং বর্ধমানের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ। তবে কিছু ছোট গাড়ি সেতুর একপাশ দিয়ে যাতায়াত করছে। ঘটনাস্থলে রয়েছেন নবদ্বীপ থানার পুলিশ ও পূর্ত দফতরের আধিকারিকরা।

You might also like!