দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেললাইনের ধারে শৌচকর্ম করতে গিয়ে প্রাণ হারাল দশম শ্রেণীর এক ছাত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের সামসি রেলগেট এলাকায়। মৃত ছাত্রীর নাম বাসন্তী মণ্ডল। উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা। সোমবার সন্ধে নাগাদ সামসির কাছে দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারিয়েছে বাসন্তী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় রেল পুলিশ।
রেল পুলিশ সুত্রে খবর, মৃত ওই ছাত্রীর নাম বাসন্তী মণ্ডল, যার বয়স ১৬ বছর। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহার থানার কাপাসিয়া গ্রামে। মালদহের মানিকচকের ভূতনি চর এলাকায় দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। সোমবার বিকেলে দিদি এবং জামাইবাবুর সঙ্গে মোটরবাইকে চেপে মানিকচক থেকে ইটাহারে নিজের বাড়ি ফিরছিল সে। উত্তর মালদহের সামসি রেলগেট এলাকায় মোটরবাইক থেকে নেমে শৌচকর্ম করতে যায় বাসন্তী। সেসময় ডাউন বন্দে ভারত একপ্রেস ঝড়ের গতিতে আসছিল। ট্রেনটি বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় (Death) দশম শ্রেণির ওই স্কুলছাত্রী।