পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল : ২০১৬-র এসএসসি পরীক্ষায় অনিয়ম নিয়ে চূড়ান্ত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে স্পষ্টতই ফাঁপড়ে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। দাবি উঠছে, যাঁরা চাকরি পেয়েছেন, সুপ্রিম কোর্টের সুপারিশমত পরীক্ষায় তাঁদের কারা যোগ্য, কারা অযোগ্য সেই তালিকা পেশ করা হোক। কিন্তু মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, "প্রার্থীদের কে যোগ্য, কে অযোগ্য দেখার দরকার নেই।" মেদিনীপুর কলেজ মাঠে এ দিন প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি থাকলে এক সেকেন্ডে মিটিয়ে দিতাম। আমি মেদিনীপুরে ছিলাম। রাত পর্যন্ত কথা বলেছি। ঠিক মত বেতন পাচ্ছেন কি না সেটা দেখা দরকার। বাকিটা আমাদের উপর ছেড়ে দিন।”চাকরিহারাদের স্কুলে গিয়ে ক্লাস নিতে বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “কেন গরমের মধ্যে বসে রয়েছেন? আপনারা স্কুলে যান। যাঁরা আপনাদের উস্কানি দিচ্ছে, তাঁরা টাকা দেবেন না। সরকার আপনাদের বেতন দেবে।”