West Bengal

1 year ago

Jitendra Tiwari : বিজেপি নেতা জিতেন্দ্রর গ্রেফতারিতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

Jitendra Tiwari
Jitendra Tiwari

 

কলকাতা, ২০ মার্চ  : কম্বলকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এই ঘটনায় আগাম জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্রবাবু। কিন্তু মামলার শুনানির আগেই তাঁকে গ্রেফতার করা হয়। সেই মামলার রায়ে স্বস্তি পেলেন বিজেপি নেতা।

সুপ্রিম কোর্ট তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ, তাঁকে আর হেফাজতে রাখতে পারবে না পুলিশ। শীর্ষ আদালতের এই রায়ের পর জিতেন্দ্র জামিনে মুক্তি পাবেন।

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেকে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে জিতেন্দ্রর মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ, আগামী ২ সপ্তাহের জন্য জিতেন্দ্রর গ্রেফতারির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে। ২ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন মামলার সব পক্ষকে হলফনামা জমা দিতে বলেছে ডিভিশন বেঞ্চ।

কম্বলকাণ্ডে শনিবার নয়ডা থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করে। সে দিন রাতেই জিতেন্দ্রকে নিয়ে যাওয়া হয় আসানসোলে। তাঁকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আসানসোল আদালত।

গত ১৪ ডিসেম্বর আসানসোলে এক কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় জিতেনের স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ মোট ৩ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। অনুষ্ঠানের আয়োজক ছিলেন তাঁরাই। এর পর কম্বল মামলায় জিতেন্দ্র এবং চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে একাধিক বার তাঁদের ফ্ল্যাটে যান দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারেটের কর্মীরা।

পুলিশের দাবি, ফ্ল্যাট তালাবন্ধ দেখে তাঁদের ফিরতে হয়। তিওয়ারি দম্পতির নাগাল পাওয়া যাচ্ছিল না। সেই আবহেই গত ২২ ডিসেম্বর চৈতালির আবেদন মেনে তাঁকে অন্তর্বর্তিকালীন রক্ষাকবচ দেয় হাই কোর্ট। পাশাপাশি, তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়।


You might also like!