Country

5 days ago

India strikes again in surgical strike: ফের সার্জিকাল স্ট্রাইক, পাক ও পিওকে-তে ৯টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানল ভারত

India strikes again in surgical strike
India strikes again in surgical strike

 

নয়াদিল্লি, ৭ মে : জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ নিল ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানল ভারত। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা অভিযান চালায়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'।

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হানল ভারত। পহেলগামে জঙ্গিহানার জবাবে জঙ্গিঘাঁটি লক্ষ করে প্রবল আক্রমণ হানল ভারতীয় সশস্ত্র বাহিনী। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত হেনেছে ভারত। লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের সন্ত্রাসী ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ৯টি স্থানের মধ্যে রয়েছে বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের সদর দফতর এবং পাকিস্তানের পঞ্জাবের মুরিদকেতে লস্কর-ই-তৈবার সদর দফতর।

এদিকে, 'অপারেশন সিঁদুর'-এর মধ্যেই জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী। ৬-৭ মে মধ্যরাতে নির্বিচারে গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনা। নির্বিচারে গোলাগুলি বর্ষণে তিনজন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারান। ভারতীয় সেনাবাহিনী যথাযথভাবে জবাব দিয়েছে।

You might also like!