মালদা, ১৩ মার্চ : মালদায় এই বছর আলুর উৎপাদন যথেষ্ট ভালো হলেও, পাইকারি বাজারে আলুর সঠিক দাম না মেলায় চিন্তায় পড়েছেন কৃষকরা। প্রতি বছর জেলার কয়েকটি ব্লকে প্রচুর আলুর চাষ হয়। মহিষবাথানি, ভাবুক ও যাত্রাডাঙ্গা অঞ্চলের বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে প্রতি বছরের মতো এবারও আলুর চাষ করেছেন বহু প্রান্তিক কৃষক। তাদের মধ্যে একাংশ আলুচাষি আগেভাগেই জমি থেকে আলু তুলতে শুরু করেছেন। কিন্তু এই মুহূর্তে পাইকারি বাজারে আলুর সঠিক দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। কুইন্টাল প্রতি সাত থেকে সাড়ে সাতশো কিংবা সাড়ে আটশো দাম মিলছে। এই দামে আলু বিক্রি করলে লাভের অংশ কিছুই থাকবে না, কুইন্টাল প্রতি হাজার থেকে বারোশো টাকা দাম মিললে কিছুটা লাভের মুখ দেখতে পেতেন বলে চাষিরা জানাচ্ছেন। এই ব্যাপারে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তাঁরা।