ঝাড়গ্রাম, ৩০ নভেম্বর : সঠিক সময়ে ট্রেন চলাচল না করাই রেল লাইনে নেমে ট্রেন আটকে অবরোধ করেন যাত্রীরা। তাদের দাবি দীর্ঘ দিন ধরে লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন দেরি করে চলাচল করছে। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন ট্রেন যাত্রীরা। তাই বৃহস্পতিবার সকালে খড়গপুর টাটা নগর ডিভিশনের ঝাড়গ্রাম রেল স্টেশনে টাটা হাওয়া স্টিল এক্সপ্রেস এবং জঙ্গলমহল মেমো স্পেশাল ট্রেন থামিয়ে বিক্ষোভ দেখান যাত্রীরা।
তাদের অভিযোগ এমনিতেই টাটা নগর খড়্গপুর ডিভিশনে লোকাল ট্রেনের সংখ্যা অনেক কম। এবং বেশির ভাগ এক্সপ্রেস ট্রেন ঝাড়গ্রাম স্টপেজ দেয় না। হাতে মাত্র কয়েকটা ট্রেন ঝাড়গ্রামে স্টপেজ দেয়। আর সেই ট্রেন গুলিকে দেরি করে চলাচল করছে। যার ফলে কর্মস্থল, ব্যবসার কাজে, স্কুল, কলেজে পড়ুয়াদের পৌঁছাতে দেরি হচ্ছে। তাদের দাবি দীর্ঘ দিন ধরে ঝাড়গ্রাম স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানানো হলেও কোনো কর্ণপাত করেনি। এদিনও স্টিল এক্সপ্রেস কিছুটা সময় দেরি করে আসায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রেল লাইনে নেমে ট্রেন অবরোধ শুরু করেন। প্রায় দু ঘন্টা ধরে ট্রেন অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ট্রেন। পরে ঝাড়গ্রাম স্টেশন ম্যানেজারের আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেয় ট্রেন যাত্রীরা।