Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

West Bengal

1 year ago

Kabir shankar Bose slammed Kalyan: উপ-রাষ্ট্রপতিকে উপহাস লজ্জাজনক, এথিক্স কমিটির ব্যবস্থা নেওয়া উচিত : ব্যারিস্টার কবির শঙ্কর বোস

Mocking VP is shameful, ethics committee should take action: Barrister Kabir Shankar Bose
Mocking VP is shameful, ethics committee should take action: Barrister Kabir Shankar Bose

 

হুগলি, ২০ ডিসেম্বর: উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে উপহাস ও নকল করার জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা এবং ব্যারিস্টার কবির শঙ্কর বোস। তাঁর মতে, এ বিষয়ে এথিক্স কমিটির ব্যবস্থা নেওয়া উচিত। মঙ্গলবার সংসদ চত্বরে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ব্যঙ্গ করে নানা ধরনের অঙ্গভঙ্গি করেন হুগলি জেলার শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপ-রাষ্ট্রপতিকে নকল ও উপহাস করার জন্য কল্যাণকে আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা এবং ব্যারিস্টার কবির শঙ্কর বোস।

বুধবার নিজ প্রতিক্রিয়ায় শঙ্কর বোস বলেছেন, "এটাই তৃণমূল কংগ্রেস এবং আইএনডিআই জোটের সংস্কৃতিকে প্রতিফলিত করে। দেশ কখনও এসব মেনে নেবে না।" তিনি আরও বলেছেন, সংসদের এথিক্স কমিটির উচিত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া। কবির শঙ্কর বোস বলেছেন, "শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভারতের উপরাষ্ট্রপতি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালের অনুকরণ করতে দেখা গিয়েছে।

রাহুল গান্ধী, যাঁর সাংসদ পদ কয়েকদিন আগে বাতিলও করা হয়েছিল, সে আবার তৃণমূল সাংসদের ভিডিও করেছে। এটা খুবই লজ্জাজনক। এই ঘটনা তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং আইএনডিআই জোটের সংস্কৃতিকে প্রতিফলিত করে। ভারতের জনগণ এটা কখনও মেনে নেবে না। ভারতের উপ-রাষ্ট্রপতির ওপর এই হামলা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সংসদের এথিক্স কমিটির উচিত এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া।"


You might also like!