কোচবিহার, ১৫ নভেম্বর : কাজ করেও বেতন মিলছে না। প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে নামলেন এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফাইকর্মীরা। বুধবার কাজ বন্ধ করে আন্দালনে নামেন সাফাইকর্মীরা।
তাঁদের অভিযোগ, নিয়মিত বেতন মিলছে না। কোনও সময় মাসের শেষে আবার কোনও সময় পরের মাসে বেতন মেলে। সামনে ছটপুজো থাকায় গত মাসের বেতন তাঁদের খুবই প্রয়োজন। কিন্তু ১৫ তারিখ হয়ে গেলেও এখন পর্যন্ত বেতন মেলেনি। কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়েও লাভ না হওয়ায় বুধবার কাজ বন্ধ করে দেন সাফাইকর্মীরা। তাঁরা কাজ না করায় হাসপাতালের বিভিন্ন জায়গায় আবর্জনা জমে থাকতে দেখা যায়। সেই আবর্জনার মাঝেই রোগীদের পরিষেবা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ৫৯ জন সাফাইকর্মী রয়েছেন। তাঁরা ঠিকাদারের অধীনে কাজ করেন। সংশ্লিষ্ট ঠিকাদার প্রেমাংশু চক্রবর্তী বলেছেন, ‘অফিস বন্ধ থাকার জন্য ওয়ার্কিং লিস্ট এখনও পাইনি। সেজন্যই বেতন দিতে সমস্যা হয়েছে। বৃহস্পতিবার অফিস খুলে যাবে। দু-একদিনের মধ্যেই তাঁদের বেতন হয়ে যাবে।’