West Bengal

1 year ago

Bagtui Case : বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত পাকড়াও, সিবিআই-এর জালে ধরা পড়ল লালন শেখ

Manin accused of Bagtui arrested
Manin accused of Bagtui arrested

 

কলকাতা, ৪ ডিসেম্বর : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র জালে ধরা পড়ল বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত। লালন শেখ ওরফে ছোট লালন নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছেন সিবিআই আধিকারিকরা। লালনের বিরুদ্ধে বগটুইয়ে আগুন লাগানোর অভিযোগ রয়েছে। গত ২১ মার্চের পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল লালন।

সিবিআই সূত্রের খবর, গত ২১ মার্চ রাতে বগটুই গ্রামের বেশ কয়েক জন বাসিন্দাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার নেতৃত্ব দিয়েছিল এই লালনই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, নিহত তৃণমূল নেতা ভাদু শেখের ডান হাত ছিল এই লালন। বিভিন্ন সময়ে ওই কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদে করে লালনের নাম পান সিবিআই আধিকারিকরা। অবশেষে তাঁকে ধরল সিবিআই। রবিবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা ছুড়ে দুষ্কৃতীরা খুন করে রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদুকে। সেই খুনের পর রাতে বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার জেরে ১০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তভার নেয় সিবিআই। সেই কাণ্ডের তদন্তে আরও এক ধাপ এগোলেন তদন্তকারীরা।


You might also like!