West Bengal

1 year ago

Jalpaiguri : পৃথক উত্তরবঙ্গের দাবিতে 'রেল রোকো' কর্মসূচি কেপিপি-র, আটকে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

KPP rail rolko in jalpaiguri rail service disrupted
KPP rail rolko in jalpaiguri rail service disrupted

 

ময়নাগুড়ি, ৬ ডিসেম্বর : পৃথক "উত্তরবঙ্গ"-র দাবিতে আবারও উত্তরবঙ্গ জুড়ে ‘রেল রোকো’ কর্মসূচি শুরু করল ‘কামতাপুর পিপল্‌স পার্টি’ (কেপিপি)। ‘রেল রোকো’ কর্মসূচির জেরে মঙ্গলবার থমকে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দাঁড়িয়ে পড়ে মালগাড়িও। ট্রেন চলাচলে বিঘ্নের কারণে প্রবল অসুবিধায় পড়লেন যাত্রীরা। পরিস্থিতি মোকাবিলায় উত্তরবঙ্গের একাধিক স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কেপিপি-র আন্দোলনের জেরে আলতাগ্রাম স্টেশনে আটকে পড়ে মালগাড়ি। জলপাইগুড়ির ময়নাগুড়ি স্টেশনে ‘রেল রোকো’ কর্মসূচি নিয়ে সকাল থেকেই ভিড় জমান আন্দোলনকারীরা। সেখানে দাঁড়িয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রেল লাইনে বসে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টেশনে স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

প্রসঙ্গত, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে আগেও আন্দোলন করেছে কেপিপি। কখনও তা রক্তক্ষয়ী আন্দোলনে পর্যবসিত হয়েছে। সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এই সময়ে আবার আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে কেপিপি।

You might also like!