West Bengal

5 days ago

Mohan Bhagwat: ভারতবর্ষের উত্তরাধিকারী হিন্দুরাই, পূর্ব বর্ধমানের সভায় বার্তা মোহন ভাগবতের

Mohan Bhagwat
Mohan Bhagwat

 

পূর্ব বর্ধমান, ১৬ ফেব্রুয়ারি : ভারতবর্ষের উত্তরাধিকারী হিন্দুরাই, রবিবার পূর্ব বর্ধমানের সভায় এই বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। রবিবার পূর্ব বর্ধমানের তালিত সাই কমপ্লেক্সের মাঠের সভায় মোহন ভাগবত বলেছেন, "অনেকে প্রশ্ন করেন হিন্দু সংগঠনগুলিকেই কেন আমরা গুরুত্ব দিই। তাদের জন্য আমার উত্তর এটাই যে হিন্দুসমাজই দেশের মধ্যে দায়িত্ববান। আর তাই হিন্দুদের আমরা ঐকবদ্ধ করতে চাই। কারণ হিন্দুরাই ভারতবর্ষের উত্তরাধিকারী।"

তিনি আরও বলেন, "ভারতের একটি স্বভাব আছে, এবং যারা ভেবেছিল যে তারা সেই স্বভাবের সঙ্গে বাঁচতে পারবে না, তারা নিজেদের আলাদা দেশ তৈরি করেছে। কিন্তু হিন্দুরা গোটা বিশ্বের বৈচিত্রকে আপন করে নিয়েছে। আমরা প্রায়শই বলি বৈচিত্রের মধ্যে ঐক্য। কিন্তু হিন্দুরা বোঝে বৈচিত্র্যই আসলে একতা। ভারত মহারাজা বা সম্রাটদের কথা কেউ মনে রাখেনি। সবাই মনে রেখেছেন যিনি ১৪ বছর বনবাসে গিয়েছিলেন তাঁকে।"

মোহন ভাগবত বলেন, "এটাই ভারতের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যিনি মেনে চলেন, তিনিই প্রকৃত হিন্দু। গোটা দেশের বৈচিত্রকে এক সুতোয় বেঁধে রাখেন হিন্দুরাই। তবে কাউকে আঘাত দেওয়ার মতো কাজ কখনই আমরা করব না। শাসকপক্ষ, প্রশাসন তাদের কর্তব্য পালন করে। দেশের জন্যে কাজ করতে সকলকে এগিয়ে আসতে হবে।"

You might also like!