দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আলিপুর চিড়িয়াখানায় এক পক্ষীশালার উদ্বোধন করলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। সেখানে ঢুকে পড়তে পারলে অনায়াসেই - সোনালী তিতির, ব্রাহ্মণী হাঁস, আফ্রিকান হাঁস, ময়ূর, লাল মোরগ, বসন্তবৌরি, ঘুঘু, রাজহাঁস ইত্যাদির অনবরত আনাগোনা। সোমবার দুপুরে ওই অভিনব পক্ষীশালার মধ্যেই ঢুকে এক নতুন অভিজ্ঞতার সাক্ষী তিনি। চোখের সামনে দেখতে পেয়ে অভিভূত তিনি। পাখিদের মুক্তাঞ্চল বললেও খুব একটা ভুল হবে না। বরং বড় ঘেরাটোপে তারা আরো ভালো ও ছাড়া রয়েছে। মানুষ ভেতরের রাস্তা দিয়ে হেঁটেই পাখি দেখতে যেতে পারবে। কিন্তু কোনওভাবেই তা ছুঁয়ে দেখা যাবে না। এই অনুমতিও নেই তাদের জন্য। এমন সিদ্ধান্ত আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের। দর্শনার্থীদের জন্য তবে আলাদা কোনও টিকিট লাগবে না। অতীতে খাঁচার বাইরে থেকে তাদের দেখার সুযোগ ছিল। এখন থেকেই তা বদলে গেল। খাঁচার ভেতর থেকেই এখন পাখি দর্শনের ওই অভিনব সুযোগ মিলবে।
আলিপুর জু - এর অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত এ প্রসঙ্গে জানান, ঠিক যেন মনে হবে নিজের চারপাশেই অনবরত পাখি উড়ে ও ঘুরে বেড়াচ্ছে। অভিনব ভাবনা ও তার রূপায়ণ। উল্লেখ্য, ওয়েবসাইট মাধ্যমেই অন স্পট অনলাইনেই এখন থেকে চিড়িয়াখানার ঘুরে দেখার জন্য মিলবে টিকিট। এদিন সেই পরিষেবারও উদ্বোধন করেছেন মন্ত্রী। মানচিত্র, নিউজ লেটার এর সূচনা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য বনপাল নীরজ সিংহল, ড. কানা তালুকদার ও সৌরভ চৌধুরী প্রমুখ।