West Bengal

1 day ago

Fire breaks out in moving vehicle in Haldia: হলদিয়ায় চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য, হতাহতের খবর নেই

Fire breaks out in moving vehicle in Haldia
Fire breaks out in moving vehicle in Haldia

 

হলদিয়া, ২০ ফেব্রুয়ারি : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় আগুন ধরে গেল একটি চলন্ত গাড়িতে। বুধবার রাতে চলন্ত গাড়িতে আগুন লেগে চাঞ্চল্য ছড়ায় হলদিয়া টাউনশিপে। রাত সাড়ে ১০টা নাগাদ একটি প্রাইভেট গাড়িতে আগুন লাগে। জানা গিয়েছে, আইওসি রিফাইনারির এক কর্মী ডিউটি শেষে বাড়ি ফেরার সময় তাঁর গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। টাউনশিপ বাসস্ট্যান্ড সংলগ্ন শনি মন্দির এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা প্রথমে গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার করে গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু জানালার কাঁচ বন্ধ থাকায় চালক কোনও আওয়াজই শুনতে পাননি। এরপর গাড়ির ইঞ্জিনের সামনে আগুন জ্বলে ওঠে। গাড়িটি দাঁড়িয়ে পড়ে। পথচারীরাই কোনওরকমে চালককে উদ্ধার করেন। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে পুরো গাড়িটি জ্বলতে শুরু করে। জানলার কাঁচ ও ইঞ্জিন ব্যাপক শব্দ করে ফেটে যায়। শেষে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

You might also like!