West Bengal

11 months ago

Sukanya in Delhi High Court:খারিজ করা হোক ইডি-র অভিযোগ, দিল্লি হাইকোর্টে সুকন্যা

Sukanya
Sukanya

 

নয়াদিল্লি, ২৪ মে  : বাবার পর এবার মেয়ে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলের পর জামিনের আর্জি জানালেন সুকন্যা মণ্ডলও। বুধবারই সেই আবেদন জানিয়েছেন তিনি।

শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে সব অভিযোগ এনেছে, সেগুলিও খারিজ করার আবেদন জানিয়েছেন সুকন্যা। তাঁর দাবি, গরু পাচার মামলায় তাঁকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে।

বুধবারই রাউস অ্যাভিনিউ আদালতে ছিল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়।ফলে, আপাতত অনুব্রতর তিহাড় থেকে বেরনোর কোনও সম্ভাবনা আপাতত নেই।শারীরিক অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন অনুব্রত।

সুকন্যা মণ্ডল সম্পর্কে প্রভাবশালী তত্ত্ব সামনে এনেছিল ইডি। আর্থিক তছরুপের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই সব যাবতীয় অভিযোগ খারিজের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুকন্যা। আগামী ৯ অগস্ট এই মামলার শুনানি হবে। অন্যদিকে, আগামী ২৬ মে রাউস অ্যাভিনিউ আদালতে সুকন্যার জামিন আবেদনের শুনানি হবে। প্রসঙ্গত, অনুব্রত তিহাড় জেলে যাওয়ার কিছুদিনের মধ্যেই জেলে যান মেয়ে সুকন্যাও। আপাতত তিহাড়েই রয়েছেন তিনি। নির্দিষ্ট সময়ে জেলের মধ্যে দেখাও হচ্ছে বাবা-মেয়ের।




You might also like!