West Bengal

1 week ago

Sandeshkhali: 'ডিপফেক' হতে পারে সন্দেশখালির স্টিং ভিডিয়ো, মন্তব্য শুভেন্দুর

'Deepfake' could be Sandeshkhali's sting video, comments Subvendu
'Deepfake' could be Sandeshkhali's sting video, comments Subvendu

 

কলকাতা, ৬ মে: সন্দেশখালির ‘স্টিং’ ভিডিয়োয় কণ্ঠস্বর বিকৃত করা হয়ে থাকতে পারে বলে শুরু থেকেই দাবি করে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বার তাঁর আশঙ্কা, ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিয়োটি ডিপফেক প্রযুক্তিতে তৈরি হয়ে থাকতে পারে।

তাঁর দাবি, ‘‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপফেকের যুগে প্রযুক্তিকে তো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছেই।’’ এ নিয়ে নাম না করে ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের পরামর্শদাতা সংস্থা ‘আইপ্যাক’কে নিশানা করলেন বিরোধী দলনেতা।

শনিবার সকালে প্রকাশ্যে আসা সন্দেশখালির ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিয়ো নিয়ে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। ভিডিয়োটির সত্যতা হিন্দুস্থান সমাচার যাচাই করেনি। গোপন ক্যামেরায় তোলায় সেই ভিডিয়োয় সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করেছেন, গত ফেব্রুয়ারি-মার্চ মাসে সন্দেশখালিতে ওঠা ধর্ষণের অভিযোগগুলি ‘সাজানো’ ছিল! মহিলারা টাকার বিনিময়ে শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের ‘মিথ্যা’ অভিযোগ করেছিলেন এবং গোটাটাই শুভেন্দুবাবুর ‘মস্তিষ্কপ্রসূত’ বলে দাবি করেছেন ওই পদ্মনেতা।

শুভেন্দুবাবু সেই দিনই দাবি করেন, ভিডিয়োটি সাজানো। তাঁর মন্তব্য, ‘‘এটা তৃণমূলের গলা না কার গলা! গলা যে কারও বিকৃত করা যায়।’’ হুঁশিয়ারিও দেন অভিষেককে। ভিডিয়ো ঘিরে শোরগোলের মধ্যে গঙ্গাধরও দাবি করেন, তাঁর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। এ নিয়ে সিবিআইয়ের কাছে অভিযোগও করেছেন তিনি। তাঁর দাবি, এর নেপথ্যে আইপ্যাক এবং অভিষেক রয়েছেন।

শুভেন্দুবাবু এখনও নিজের অবস্থানে অনড়। সোমবার এক্স হ্যান্ডলের পোস্টে তাঁর বক্তব্য, জনপ্রিয় ব্যক্তিত্বদের ডিপফেক ভিডিয়ো বানিয়ে এখন হামেশাই সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের জালিয়াতির জন্যই ‘ভাইপো’ এবং আইপ্যাক পরিচিত।

শুভেন্দুবাবুর মন্তব্য, ‘‘হাতিকে রুমাল দিয়ে ঢেকে রাখা যায় না। এই ধরনের কাজকর্ম তাদের দলীয় প্রার্থীদের খানিক স্বস্তি দিতে পারে। কিন্তু সাধারণের মনে কোনও প্রভাব পড়বে না।’’

You might also like!