নদিয়া, ১৭ এপ্রিল : ভুয়ো পাসপোর্ট মামলার তদন্তে এ বার আজাদের সহযোগীর বাড়িতেও হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সাতসকালে চাকদায় এক ব্যক্তির বাড়িতে গিয়ে তল্লাশি করেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। সূত্রের খবর, ধৃত আজাদকে জেরায় ওই ব্যক্তির নাম উঠে এসেছে। অভিযোগ, ওই ব্যক্তিকে দিয়েই ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার চালাতেন আজাদ। মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বিরাটি থেকে আজাদ মল্লিক নামে এক জনকে গ্রেফতার করেছিল ইডি। ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, বাংলাদেশি নাগরিক আজাদ কাঁচরাপাড়ার একটি ক্যাফে থেকে ১২-১৩ হাজার টাকার বিনিময়ে ভুয়ো পাসপোর্ট বানানোর কাজ করতেন। কখনও কখনও ৩০ থেকে ৪০ হাজার টাকাও দাবি করা হত। পাসপোর্টের পাশাপাশি অন্যান্য নথি ও পরিচয়পত্র বানানোর কাজও করতেন তিনি। তাঁর মোবাইলেও এ সংক্রান্ত তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি ইডির। আজাদের দু’টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।