West Bengal

5 months ago

Death of child in hospital in Shaktinagar:শক্তিনগরে হাসপাতালে মৃত্যু শিশুর, পরিজনদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি

Death of child in hospital in Shaktinagar
Death of child in hospital in Shaktinagar

 

কৃষ্ণনগর, ৪ আগস্ট : কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ। বছর চারেকের শিশুর মৃত্যুর পর হাসপাতালে বিক্ষোভ দেখান পরিজনরা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত শিশুর নাম লাবনী ঘোষ (৪)। কোতোয়ালি থানার অন্তর্গত পানিনালা গ্রামের বাসিন্দা ছিল সে। শনিবার রাতে এক দুর্ঘটনায় শিশু ও তার মা জখম হন।

দ্রুত তাঁদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই রাতে শিশুটির মৃত্যু হয়। অভিযোগ, শিশুটির আঘাত গুরুতর হওয়া সত্ত্বেও কোনও চিকিৎসক তাকে দেখতে আসেননি। হাসপাতালেই তাকে ফেলে রাখা হয়েছিল।

শিশুটির মৃত্যু হলে আত্মীয়েরা ক্ষোভে ফেটে পড়েন। রাতেই ভাঙচুর চালানো হয় হাসপাতালে। একাধিক আসবাবপত্র এবং ওষুধপত্র নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

You might also like!