নয়াদিল্লি, ৩০ জুলাই : বিগত কয়েকদিনের মতো বুধবারও এসআইআর (বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন) ইস্যুতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধী দলের সাংসদরা। বিক্ষোভে শামিল হন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন এবং সাংসদ সোনিয়া গান্ধী ও অন্যান্য বিরোধী দলের সাংসদরা সংসদের বাইরে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এবং "বিজেপি-শাসিত রাজ্যগুলিতে শ্রমিকদের গ্রেফতারের" বিরুদ্ধে ইন্ডি জোটের প্রতিবাদে যোগ দেন।
অন্যদিকে, পাচার ও ধর্মান্তরের অভিযোগে ছত্তিশগড়ে দুই কেরলের নানকে গ্রেফতারের ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে সংসদের বাইরে বিক্ষোভ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, হিবি ইডেন, কেসি বেণুগোপাল এবং অন্যান্য কংগ্রেস সাংসদরা। প্রিয়াঙ্কা বলেন, "কিছু সন্ন্যাসিনীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, এমন কাজের জন্য অভিযুক্ত করা হয়েছে যা তারা করেনি। ছত্তিশগড়ে পুলিশ তাদের মারধর করে এবং তুলে নিয়ে যায়। আমরা সংখ্যালঘুদের উপর এই ধরণের হামলার প্রতিবাদ করছি। আমরা সংখ্যালঘুদের উপর এই ধরণের অত্যাচার বন্ধের দাবি জানাই। মহিলাদের মারধর করা উচিত নয়। আপনি কাউকে এমন কাজের জন্য অভিযুক্ত করতে পারবেন না যা তারা করছে না।"