Breaking News
 
F-35 crash:ক্যালিফোর্নিয়ার আকাশে ভয়াবহ দুর্ঘটনা, ভস্মীভূত মার্কিন এফ-৩৫ জেট Nabanna: নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনতে চলেছে রাজ্য সরকার, প্রস্তুত খসড়া প্রস্তাব! President Droupadi Murmu to visit West Bengal: কল্যাণী এইমসের সমাবর্তনে যোগ দিতে আজ বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বরেও! New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের!

 

Country

1 day ago

Priyanka protests SIR:এসআইআর ইস্যুতে বিক্ষোভ বিরোধীদের, দুই সন্ন্যাসিনীর গ্রেফতারিতে সরব প্রিয়াঙ্কা

Priyanka Gandhi on nuns arrest
Priyanka Gandhi on nuns arrest

 

নয়াদিল্লি, ৩০ জুলাই : বিগত কয়েকদিনের মতো বুধবারও এসআইআর (বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন) ইস্যুতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধী দলের সাংসদরা। বিক্ষোভে শামিল হন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন এবং সাংসদ সোনিয়া গান্ধী ও অন্যান্য বিরোধী দলের সাংসদরা সংসদের বাইরে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এবং "বিজেপি-শাসিত রাজ্যগুলিতে শ্রমিকদের গ্রেফতারের" বিরুদ্ধে ইন্ডি জোটের প্রতিবাদে যোগ দেন।

অন্যদিকে, পাচার ও ধর্মান্তরের অভিযোগে ছত্তিশগড়ে দুই কেরলের নানকে গ্রেফতারের ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে সংসদের বাইরে বিক্ষোভ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, হিবি ইডেন, কেসি বেণুগোপাল এবং অন্যান্য কংগ্রেস সাংসদরা। প্রিয়াঙ্কা বলেন, "কিছু সন্ন্যাসিনীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, এমন কাজের জন্য অভিযুক্ত করা হয়েছে যা তারা করেনি। ছত্তিশগড়ে পুলিশ তাদের মারধর করে এবং তুলে নিয়ে যায়। আমরা সংখ্যালঘুদের উপর এই ধরণের হামলার প্রতিবাদ করছি। আমরা সংখ্যালঘুদের উপর এই ধরণের অত্যাচার বন্ধের দাবি জানাই। মহিলাদের মারধর করা উচিত নয়। আপনি কাউকে এমন কাজের জন্য অভিযুক্ত করতে পারবেন না যা তারা করছে না।"

You might also like!