বুলাওয়ে, ২ আগস্ট : সিরিজের প্রথম টেস্টে লড়াইটা করতে পারল না জিম্বাবুয়ে। কোনও রকমে ইনিংস হার এড়াল তারা। অন্যদিকে তৃতীয় দিনেই জয় নিশ্চিত করে নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রাখল নিউজিল্যান্ড। বুলাওয়ে টেস্টের তৃতীয় দিনে শুক্রবার ৯ উইকেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৬৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তাতে প্রথম ইনিংসে ৩০৭ রান করা কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৮ রানের। রান তাড়া করতে নেমে ডেভন কনওয়ের উইকেট হারিয়ে তৃতীয় ওভারেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। এই জয়ে টেস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল নিউজিল্যান্ড। ১৯৯২ সাল থেকে এখনও পর্যন্ত দুদল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১২টি ম্যাচ জিতেছে কিউইরা। বাকি ৬ ম্যাচ ড্র হয়েছে। দ্বিতীয় ইনিংসে ১৬৫ রান রান করার পেছনে জিম্বাবুয়ের হয়ে সব্বোর্চ রান করেছিলেন শন উইলিয়ামসন(৪৯)। আগের ইনিংসে ৬ উইকেট নেয়া হেনরি এ ইনিংসে ৫১ রানে ৩ উইকেট নেন। ২৭ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন মিচেল স্যান্টনার। এছাড়া ২৮ রানে ৩ উইকেট নেন উইল ওরর্কে।