দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : জিমে ঢুকেছিলেন শরীরচর্চা করতে, কিন্তু সেখানেই তৈরি হল তীব্র উত্তেজনা! পাঞ্জাবি গায়ক গিল মানু এমন কাণ্ড ঘটাবেন, তা কেউ কল্পনাও করেননি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, শেষমেশ পুলিশের হাতে গ্রেফতার হতে হয় তাঁকে। কী এমন করলেন গায়ক, যার জেরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়?
প্রত্যক্ষদর্শীদের দাবি, পিস্তল উঁচিয়ে সরাসরি জিম প্রশিক্ষককে ভয় দেখাচ্ছিলেন গায়ক গিল মানু। সেই চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। জানা গেছে, কোন ব্যায়াম করবেন তা নিয়ে গায়ক ও প্রশিক্ষকের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, প্রশিক্ষক তাঁকে জিম ছেড়ে চলে যেতে বলেন। তাতেই ক্ষিপ্ত হয়ে গিল বের করে আনেন নিজের আগ্নেয়াস্ত্র এবং শুরু করেন ভয় দেখানো। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।
এই খবরে পঞ্জাবের মোহলি থানার পুলিশ গ্রেফতার করে গিলকে। সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ভাইকেও। মোহলি থানার ডিএসপি হরিসিমরত সিংহ গিল জানিয়েছেন, সঙ্গে সঙ্গে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। এ-৩২ বোর পিস্তল পাওয়া গিয়েছে গিলের কাছে। মোহলি থানার পুলিশ অস্ত্র আইনের আওতায় শিল্পীর বিরুদ্ধে সাহানা থানায় মামলা দায়ের করেছে। গায়কের দাবি, তাঁর কাছে ওই আগ্নেয়াস্ত্রের সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে।