West Bengal

1 year ago

Dead body Found in Canning : ক্যানিংয়ে হোটেলের ঘর থেকে যুবকের দেহ উদ্ধার, রহস্যময়ী যুবতীর খোঁজে পুলিশ

Dead body  Found in Canning (Symbolic Pi ture)
Dead body Found in Canning (Symbolic Pi ture)

 

ক্যানিং, ২১ সেপ্টেম্বর : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃতের নাম রাজেশ মণ্ডল। ক্যানিং বাসস্ট্যান্ড লাগোয়া একটি হোটেলের ঘটনা। বুধবার রাতে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহের গলায় একটি সরু দাগ রয়েছে, যা দেখে সন্দেহ দানা বাঁধছে। খুন না-কি আত্মহত্যা সে বিষয়েই শুরু হয়েছে তদন্ত। হোটেলের ঘর থেকে দু'জনের খাবার ও একটি ঠাণ্ডা পানীয়ের বোতল উদ্ধার করেছে পুলিশ। 

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রাজেশের বাড়ি বারুইপুর থানার অন্তর্গত কেওড়াখালি এলাকায়। মাঝে মধ্যেই এক মহিলাকে নিয়ে এই হোটেলে কিছুটা সময় কাটাতে আসতো সে। বুধবার রাতেও এক মহিলার সঙ্গে তিনি সুন্দরবন টুরিস্ট লজ নামে ওই হোটেলে এসেছিলেন। কিন্তু মহিলা বেশ কিছুক্ষণ আগেই ঘর থেকে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ রাজেশের কোনও সাড়া না পেয়ে হোটেল কর্মীরা ঘর খুলে দেখেন ঘরের মধ্যেই রাজেশ গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষনে মৃত্যু হয়েছে রাজেশের। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে ওই মহিলাকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মৃতদেহ বৃহস্পতিবার ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

You might also like!