West Bengal

3 months ago

Nadia: সিপিআই (এম) ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত নদীয়ার কালীগঞ্জ

CPI(M) and TMC workers clash (Symbolic Picture)
CPI(M) and TMC workers clash (Symbolic Picture)

 

নদীয়া, ১৯ সেপ্টেম্বর : সিপিআই (এম) ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল নদীয়া জেলার কালীগঞ্জ। বুধবার রাতে কালীগঞ্জের সিপিআই (এম) পরিচালিত পালিতবেগিয়া পঞ্চায়েত এলাকায় দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

অভিযোগ, দুই দলেরই কর্মীরা গুলি চালিয়েছে। যার জেরে জখম হয়েছেন দু’জন। জখমদের মধ্যে রয়েছেন, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সামিম আহমেদ ও সিপিআই (এম)-এর এক কর্মী। পুলিস, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সামিম আহমেদকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কী কারণে এই গণ্ডগোল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

You might also like!