West Bengal

2 years ago

Amartya Sen : জমি নিয়ে অমর্ত্য সেনকে বারবার বিব্রত করা হচ্ছে, বিশ্বভারতীকে চিঠি নোবেলজয়ীর আইনজীবির

Amartya Sen
Amartya Sen

 

বোলপুর, ২৫ মার্চ : নোবেলজয়ী অমর্ত্য সেনের নামে ভূমি ও ভূমি সংস্কার দফতর রেকর্ড করে দেওয়ার পরও তাঁকে অযথা বিব্রত করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবার এই অভিযোগে বিশ্বভারতীকে পাল্টা চিঠি দিলেন অমর্তের আইনজীবী।  ইতিমধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদকে উচ্ছেদ নোটিসও ধরায় কর্তৃপক্ষ। ২৯ মার্চ নথি নিয়ে দেখা করার নির্দেশ দেয় বিশ্বভারতী। শুনানির দিন অমর্ত্য সেন বা তাঁর প্রতিনিধিকে সশরীর উপস্থিত থাকতেও বলা হয়েছে বিশ্বভারতীর তরফে।


প্রয়াত আশুতোষ সেনের উইল করা জমির মোট পরিমানের থেকে ১৩ ডেসিমেল জমি বেশি দখল করে রেখেছেন নোবেলজয়ী অমর্ত্য সেন। এই অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জমি ছাড়তে উচ্ছেদের নোটিশ ধরায় অমর্ত্য সেনকে। আর এই বিতর্কের মাঝেই অমর্ত্য সেনের নামেই মিউটেশন হয়ে যায় ১.৩৮ একর জমি। ফলে উচ্ছেদের নোটিশ কার্যত অর্থহীন হয়ে পড়ে। তবুও সৌজন্য দেখিয়ে শুক্রবার, উচ্ছেদ নোটিশের পাল্টা চিঠি দেন অমর্ত্য সেনের আইনজীবী। ২৯ মার্চ বিকেলে কোনও ভাবেই বিশ্বভারতীর সেই শুনানিতে উপস্থিত থাকছেন না অমর্ত্য সেন। চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, চার মাস পর অমর্ত্য সেনের শান্তিনিকেতনে ফেরার সম্ভাবনা আছে। তার আগে এভাবে হঠাৎ করে কোনওভাবেই কোনও ক্ষেত্রে সশরীর থাকতে পারবেন না নোবেলজয়ী। বিশ্বভারতীর শুনানিতে অমর্ত্য সেন অথবা তাঁর প্রতিনিধি কেউই অংশগ্রহণ করছেন না। বিশ্বভারতীর যুগ্ম কর্মসচিব তথা এস্টেট অফিসারকে চিঠি দিয়ে জানিয়েছেন অমর্ত্য সেনের আইনজীবী।


You might also like!