Video

11 hours ago

Kangsabati River | নদী নয় যেন মরুভূমি, এমনই অবস্থা পুরুলিয়া শহরের একমাত্র জলের উৎস কাঁসাইয়ের

 

নদী নয়, যেন মরুভূমি । পুরুলিয়া শহরের একমাত্র জলের উৎস কাঁসাইয়ের এমনই অবস্থা । নদীতে এক ফোঁটাও জল না থাকায় প্রচণ্ড দুশ্চিন্তা দেখা দিয়েছে পুরকর্তাদের মধ্যে । দু লক্ষেরও বেশি শহরবাসী কাঁসাই নদীর জলের উপর নির্ভরশীল । নদী শুকিয়ে যাওয়ায় এর মধ্যেই পুরসভার জল সরবরাহে পড়েছে ব্যাপক প্রভাব । অসহায়তা প্রকাশ করেছেন স্বয়ং পুরপ্রধান নবেন্দু মাহালী । শহরবাসীকে তিনি আবেদন জানিয়েছেন যথাসম্ভব জল বাঁচিয়ে রাখতে । খারাপ হয়ে যাওয়া পাম্প ও পাইপলাইন খুব শীঘ্রই সারানো হবে বলে তিনি জানান ।

You might also like!