Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Video

9 months ago

Kangsabati River | নদী নয় যেন মরুভূমি, এমনই অবস্থা পুরুলিয়া শহরের একমাত্র জলের উৎস কাঁসাইয়ের

 

নদী নয়, যেন মরুভূমি । পুরুলিয়া শহরের একমাত্র জলের উৎস কাঁসাইয়ের এমনই অবস্থা । নদীতে এক ফোঁটাও জল না থাকায় প্রচণ্ড দুশ্চিন্তা দেখা দিয়েছে পুরকর্তাদের মধ্যে । দু লক্ষেরও বেশি শহরবাসী কাঁসাই নদীর জলের উপর নির্ভরশীল । নদী শুকিয়ে যাওয়ায় এর মধ্যেই পুরসভার জল সরবরাহে পড়েছে ব্যাপক প্রভাব । অসহায়তা প্রকাশ করেছেন স্বয়ং পুরপ্রধান নবেন্দু মাহালী । শহরবাসীকে তিনি আবেদন জানিয়েছেন যথাসম্ভব জল বাঁচিয়ে রাখতে । খারাপ হয়ে যাওয়া পাম্প ও পাইপলাইন খুব শীঘ্রই সারানো হবে বলে তিনি জানান ।

You might also like!