আগরতলা : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই দেশের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ এর আগে রাজনৈতিক দলগুলি সাংগঠনিক দিক থেকে তৎপরতা শুরু করেছে৷ পিছিয়ে নেই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস৷ আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে সোশাল মিডিয়া কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা৷
আশিস কুমার সাহা জানিয়েছেন, বর্তমানে রাজনৈতিক দলগুলির প্রচারের সংজ্ঞা পরিবর্তন হচ্ছে৷ দেওয়ালে পোস্টার লাগিয়ে যতটা প্রচার করা হচ্ছে তার থেকে বেশি প্রচার ও প্রসার করা হচ্ছে সোশাল মিডিয়ায়৷ বিভিন্ন সোশাল মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড তুলে ধরছে৷ তাই প্রদেশ কংগ্রেসও এই সোশাল মিডিয়াকে ব্যবহার করতে চাইছে৷ তাই ইতিমধ্যেই সোশাল মিডিয়ার জন্য প্রদেশ কংগ্রেস সত্যজিৎ ভৌমিকের নেতৃত্বে একটি টিম গঠন করেছে৷ ওই টিম কাজ করে চলেছে৷
বিভিন্ন মহকুমাস্তরে যে সকল কর্মী সোশাল মিডিয়ায় দলের কর্মকাণ্ড তুলে ধরেন তাঁদেরকে এদিনের বৈঠকে আহ্বান করা হয়েছে৷ তাঁরা এসেছেন৷ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে৷ আগামীদিনে কীভাবে আরও বেশি সক্রিয়ভাবে সোশাল মিডিয়াকে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে৷ পাশাপাশি বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা৷