Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Tripura

2 years ago

Tripura :লোকসভা নির্বাচন : আগরতলায় অনুষ্ঠিত প্রদেশ কংগ্রেসের সোশাল মিডিয়া কমিটির বৈঠক

Tripura Lok Sabha Election
Tripura Lok Sabha Election

 

আগরতলা  : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই দেশের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ এর আগে রাজনৈতিক দলগুলি সাংগঠনিক দিক থেকে তৎপরতা শুরু করেছে৷ পিছিয়ে নেই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস৷  আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে সোশাল মিডিয়া কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা৷

আশিস কুমার সাহা জানিয়েছেন, বর্তমানে রাজনৈতিক দলগুলির প্রচারের সংজ্ঞা পরিবর্তন হচ্ছে৷ দেওয়ালে পোস্টার লাগিয়ে যতটা প্রচার করা হচ্ছে তার থেকে বেশি প্রচার ও প্রসার করা হচ্ছে সোশাল মিডিয়ায়৷ বিভিন্ন সোশাল মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড তুলে ধরছে৷ তাই প্রদেশ কংগ্রেসও এই সোশাল মিডিয়াকে ব্যবহার করতে চাইছে৷ তাই ইতিমধ্যেই সোশাল মিডিয়ার জন্য প্রদেশ কংগ্রেস সত্যজিৎ ভৌমিকের নেতৃত্বে একটি টিম গঠন করেছে৷ ওই টিম কাজ করে চলেছে৷

বিভিন্ন মহকুমাস্তরে যে সকল কর্মী সোশাল মিডিয়ায় দলের কর্মকাণ্ড তুলে ধরেন তাঁদেরকে এদিনের বৈঠকে আহ্বান করা হয়েছে৷ তাঁরা এসেছেন৷ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে৷ আগামীদিনে কীভাবে আরও বেশি সক্রিয়ভাবে সোশাল মিডিয়াকে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে৷ পাশাপাশি বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা৷


You might also like!